Tuesday, October 19

ফলের নাম

জাম  জামরুল কতেবেল
আতা কাঁঠাল নারকেল,
তাল তরমুজ আমরা
কামরাঁঙ্গা বেল পেয়ারা,
পেঁপে ডালিম জলপাই
বড়ই দিলাম, আর কি চাই ।।

খোকা ঘুমাল পাড়া জুরালো

খোকা ঘুমাল পাড়া জুরালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিব কিসে
ধান ফুরাল পান ফুরাল
খাজনার ওপায় কি
আর কটা দিন সবুর কর
রসুন বুনেছি ।

খোকন খোকন ডাক পারি

খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ি
আয়রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায় ।

খোকন খোকন ডাক পারি

খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ি
আয়রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায় ।