Tuesday, October 26

শিশুর ছড়া

মুখে যদি ময়লা থাকে
মুখ দেখতে বিশ্রী লাগে
মুখ করি তাই পরিষ্কার
সারাদিনে কয়েক বার ।।

আমি হব

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি জাগি ।
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে
হয়নি সকাল ঘুমু এখন
মা বলবেন রেগে ।
বলব আমি আলসে মেয়ে
ঘুমায়ে তুমি থাক
হয়নি সকাল তাই বলেকি
সকাল হবে নাক
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে ।।