Sunday, February 1

প্রার্থনা --- সুফিয়া কামাল

বাংলা ছোট কবিতা

তুলি দুই হাত করি মুনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,

গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কন্ঠে গান
সকলি তোমার দান।
মাতা, পিতা, ভাই
বোন ও স্বজন
সব মানুষেরা
সবাই আপন
কত মমতায়
মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রান।
তাই যেন মোরা
তোমারে না ভুলি
সরল সহজ
সৎ পথে চলি
কত ভালো তুমি,
কত ভালবাস
গেয়ে যাই এই গান।

কাজের আনন্দ -- নবকৃষ্ণ ভট্টাচার্য




মৌমাছি , মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাড়াও না একবার ভাই।

ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাড়াবার সময় তো নাই।

বাংলা ছোট কবিতা


ছোট পাখি ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও রলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।

বাংলা ছোট কবিতা


পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
 শীতের সঞ্চয় চাই
খাদ্য খুজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।

আমাদের দেশ - আ. ন. ম. বজলুর রশীদ

 
বাংলা ছোট কবিতা



আমাদের দেশ তারে কত ভালোবাসি
সবুজ ঘাসের বুকে শেফালির হাসি,
মাঠে মাঠে চরে নদী বয়ে যায়
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।
রাখাল বাজায় বাশি কেটে যায় বেলা
চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা।
সোনার ফসল ফলে খেত ভরা ধান
সকলের মুখে হাসি , গান আর গান।