Thursday, September 25

দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর


শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।
কহিলাম আমি, তুমি ভূ¯^ামী, ভূ মির অšত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানাÑ
ওটা দিতে হবে। কহিলাম তবে ব¶ে জুড়িয়া পাণি
সজল চ¶ে, করুন র¶ে গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ সেমাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি ল²ীছাড়া!
আঁখি করি লাল রাজা ¶ণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্র‚র হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে।