Friday, November 12

এত হাসি কোথায় পেলে

এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি |
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি |
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দুলানী |
কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টইটুবানি |
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানী |
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুল ছড়ানি |
তোমায় আদর করতে আমার
মন যে হলো উড়উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি |

আয়রে আয় টিয়ে

আয়রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
না নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোদর নাচে
ওরে ভোদর ফিরে চা
খুকুর নাচন দেখে যা

ঐ দেখা যায় তালগাছ

ঐ দেখা যায় তালগাছ
ঐ আমাদের গা
ঐখানেতে বাস করে
কানা বগীর ছা
অ বগী তুই খাস কি
পান্তা ভাত চাস কি
পান্তা আমি খাই না
পুঁটি মাছ পাই না
একটা যদি পাই
অমনি ধরে
ঘাপুস -ঘুপুস খাই

নোটন নোটন পায়রাগুলো

নোটন নোটন পায়রাগুলো
ঝোটন বেঁধেছে
দুই ধারে দুই রুই -কাতলা
ভেসে উঠেছে
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে
ওহ ! বড্ড লেগেছে

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ডাক -ঢোল ঝাঁঝর বাজে
বাজতে বাজতে চলল ঢুলি
ঢুলি গেল কমলাফুলি
কমলাফুলির টিয়েটা
সুর্যি মামার বিয়েটা

হাট্টি মা টিম টিম

হাট্টি মা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টি মা টিম টিম।

গোল করোনা গোল করোনা

গোল করোনা গোল করোনা
খোকন ঘুমায় খাটে
সেই ঘুমকে কিনতে হবে
নবাব বাড়ির হাটে।
সোনা নয় রূপা নয়
দিলাম মতির মালা
তাইতে খোকন ঘুমিয়ে আছে
ঘর করে উজালা

ওয়ান টু থ্রী

ওয়ান টূ থ্রী
পাইলাম এক্টা বিড়ি
বিড়িতে নাই আগুন
পাইলাম একটা বেগুন
বেগুনে নাই বিচি
পাইলাম একটা কেচি
কেচিতে নাই ধার
পাইলাম এক্টা হার
হারে নাই লকেট
পাইলাম একটা পকেট
পকেটে নাই টাকা
কেম্নে যামু ঢাকা
ঢাকায় নাই ভাত