Sunday, August 14

Free internet and facebook brousing

simply go to http://wap.gpworld.com and then click facebook and download java soft. And then start using facebook for total free.

Tuesday, August 9

গোধার চালা গ্রাম

গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়ানে একটি গ্রাম গোধার চালা । আমি মনে করি এটি একটি আদর্শ গ্রাম। কারন এ গ্রামে চারদিকে শুধু সবুজের সমারোহ যদি কেও গাজীপুর ঘুরতে আসেন তবে আমাদের ছোট গ্রামটি দেখে যেতে ভুলবেন না ।

Saturday, July 23

বিভিন্ন ডাক

কুকুর ডাকে ভীষণ জোরে
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।
বিড়াল ডাকে করুণ সুরে
মিউ মিউ মিউ মিউ।।
‘বউ কথা কও’ পাখীটা বলে
বউ কথা কও, বউ।
পাপিয়াটার স্বরটা মধুর
পিউ কাঁহা পিউ, পিউ।।
সাঁঝের বেলা আসে ভেসে
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ।
ঘোড়াগুলো সব হ্রেষা রবে
আওয়াজ তোলে চিঁহি।।
শকুনিটা ওই কাঁদে এমন
ঠিক যেন এক শিশু।
অমন আওয়াজ প্রায়ই তোলে
আমাদের ওই বিশু।।
বাছুর ছোটে মায়ের পিছে
বলে – হাম্বা হাম্বা।
আমরা যখন ডাকি মাকে
বলি – মা, ওম্মা ।।
রাজেন্দ্র ভট্টাচার্য

Friday, July 22

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী

  কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া। কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া থানায় অবস্থিত। পিতামহ কাজী আমিনউল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয়া পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। তারা ছিলেন তিন ভাই এবং বোন। তার সহোদর তিন ভাই ও দুই বোনের নাম হল: সবার বড় কাজী সাহেবজান, কনিষ্ঠ কাজী আলী হোসেন, বোন উম্মে কুলসুম।

কাজী নজরুল ইসলাম


তিনি স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্ম , দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে যখন তার বাবা মারা যান তখন তার বয়স মাত্র নয় বছর।

মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেননা। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো (বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল) দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফারসি ও উর্দূ ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন।

১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন ১৯১৭ সালের শেষভাগ থেকে ১৯২০ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। ১৯২০ সালে যুদ্ধ শেষ হলে ৪৯ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেয়া হয়। এর পর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।

১৯২২ সালে বিজলী কবিতায় প্রকাশিত হওয়ামাত্রই জাগরণ সৃষ্টি করে।দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালী মানসিকতায় কবিতাটি "চির উন্নত শির" বিরাজমান।

যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফ্‌ফর আহমদ। এখান থেকেই তার সাহিত্য-সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মোসলেম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধন হারা এবং কবিতা বোধন, শাত-ইল-আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়া-পারের তরণী, কোরবানি, মোহরর্‌ম, ফাতেহা-ই-দোয়াজ্‌দম্‌।

প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে পরিণয় ও পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমিলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৪২ সালে তিনি অসুস্থ হয়ে পড়েস। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুষ্পষ্টরুপে জানা যায় ১৯৪২ সালের জুলাই মাসে।১৯৪২ সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকে। ১৯৫২ সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। ১৯৫২ সালে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়।এরপর ১৯৫৩ সালের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। মে ১০ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। অবশেষে ১৯৭৬ সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন।
কবি তার একটি কবিতায় বলেছিলেন:
“মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই”

এই কবিতায় তার অন্তিম ইচ্ছা প্রকাশ পেয়েছে। তার এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয়।

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে (বাংলাদেশের ময়মনসিংহ জেলায়) ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারী সরকারী প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে কবির জন্মস্থান চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমি ও বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী ও বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও মূল শহরের সংযোগকারী প্রধান রাস্তাটি কবির নামে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম সরণি করা হয়। এছাড়াও কলকাতা মেট্রোর গড়িয়া বাজার স্টেশনটিকে কবির সম্মানে কবি নজরুল নামে উৎসর্গিত করা হয়েছে।

Knowledge by Eleanor Farjeon

Your mind is a meadow
To plant for your needs;
You are the farmer
With knowledge for seeds,
Don't leave your meadow
Unplanted and bare,
Sow it with knowledge
And tend it with care.
Who'd be a know-nothing
When he might grow
The seeds of knowledge
Of stars and snow;
The science of numbers,
The stories of time,
The magic of music,
The secrets of rhyme?
Don't be a know-nothing!
Plant in the spring,
And see what harvest
The summer will bing.

Saturday, July 2

Ways to Make Money Online Free with Paypal

make money online with
Paypal? I mean, learn the
different ways to make
money online free and
get paid with your Paypal
account. With the global
recession today, I know
most internet users are
really finding their ways
to earn money on
internet. Some do it as
part time, while others full
time.
Before I reveal some tips
on ways to make money
online with Paypal, I
recommend creating your
Account if you haven't
have one yet. You may use
the referral link below to
register as my referral (It
would be mostly
appreciated).
Ways to Make Money
Online Free with Paypal
1. Check out the
recommended money
makers through this page
"List of Programs To Make
Money Online Free". Join
as many as you want. I
recommend signing up all
those programs so you
will make more money on
the internet.
2. There is no number 2.
As long as you follow my
step #1, believe me... you
too can make money
online with Paypal.

Thursday, March 17

এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মখটি ভরে
কোন বা গাঙের কলকলানি |
কে দিয়েছে রঙিন ঠোটে
কলমী ফলের গলগলানি |
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দলানী |
কাদের ঘরে রঙিন পতল
আদরে যে টইটবানি |
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটবানী |
কাদের পাডার ঝামর ঝমর
কাদের আদর গডগডানি
কাদের দেশের কোন সে চাদের
জোছনা ফিনিক ফল ছডানি |
তোমায় আদর করতে আমার
মন যে হলো উডউডানি
উডে গেলাম সরে পেলাম
ছডার গডার গডগডানি |
মনে করো যেন বিদেশ ঘরে
মাকে নিযে যাচছি অনেক দরে ।
তমি যাচছ পালকিতে মা চডে
দরজা দটো একটক ফাক করে ,
আমি যাচছি রাঙা ঘোডার ’পরে
টগবগিযে তোমার পাশে পাশে ।
রাসতা থেকে ঘোডার খরে খরে
রাঙা ধলোয মেঘ উডিযে আসে ।
সনধে হল,সরয নামে পাটে
এলেম যেন জোডাদিঘির মাঠে ।
ধ ধ করে যে দিক পানে চাই
কোনোখানে জনমানব নাই ,
তমি যেন আপনমনে তাই
ভয পেযেছ; ভাবছ, এলেম কোথা?
আমি বলছি, ‘ভয পেযো না মা গো,
ঐ দেখা যায মরা নদীর সোতা ।’
চোরকাটাতে মাঠ রযেছে ঢেকে,
মাঝখানেতে পথ গিযেছে বেকে ।
গোর বাছর নেইকো কোনোখানে,
সনধে হতেই গেছে গাযের পানে,
আমরা কোথায যাচছি কে তা জানে,
অনধকারে দেখা যায না ভালো ।
তমি যেন বললে আমায ডেকে,
‘দিঘির ধারে ঐ যে কিসের
আলো!’
এমন সময 'হারে রে রে রে রে’
ঐ যে কারা আসতেছে ডাক ছেডে ।
তমি ভযে পালকিতে এক কোণে
ঠাকর দেবতা সমরণ করছ মনে,
বেযারাগলো পাশের কাটাবনে
পালকি ছেডে কাপছে থরোথরো।
আমি যেন তোমায বলছি ডেকে,
‘আমি আছি, ভয কেন মা কর।’
হাতে লাঠি, মাথায ঝাকডা চল
কানে তাদের গোজা জবার ফল ।
আমি বলি, ‘দাডা, খবরদার!
এক পা আগে আসিস যদি আর -
এই চেযে দেখ আমার তলোযার,
টকরো করে দেব তোদের সেরে ।’
শনে তারা লমফ দিযে উঠে
চেচিযে উঠল,
‘হারে রে রে রে রে।’
তমি বললে, ‘যাস না খোকা ওরে’
আমি বলি, ‘দেখো না চপ করে।’
ছটিযে ঘোডা গেলেম তাদের মাঝে,
ঢাল তলোযার ঝনঝনিযে বাজে
কী ভযানক লডাই হল মা যে ,
শনে তোমার গাযে দেবে কাটা।
কত লোক যে পালিযে গেল ভযে,
কত লোকের মাথা পডল কাটা।
এত লোকের সঙগে লডাই করে
ভাবছ খোকা গেলই বঝি মরে।
আমি তখন রকত মেখে ঘেমে
বলছি এসে , ‘লডাই গেছে থেমে’,
তমি শনে পালকি থেকে নেমে
চমো খেযে নিচছ আমায কোলে -
বলছ, ‘ভাগযে খোকা সঙগে ছিল!
কী দরদশাই হত তা না হলে।’
রোজ কত কী ঘটে যাহা তাহা -
এমন কেন সতযি হয না আহা।
ঠিক যেন এক গলপ হত তবে,
শনত যারা অবাক হত সবে,
দাদা বলত, ‘কেমন করে হবে,
খোকার গাযে এত কি জোর আছে।’
পাডার লোকে বলত সবাই শনে,
‘ভাগযে খোকা ছিল মাযের
কাছে।’