এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মখটি ভরে
কোন বা গাঙের কলকলানি |
কে দিয়েছে রঙিন ঠোটে
কলমী ফলের গলগলানি |
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দলানী |
কাদের ঘরে রঙিন পতল
আদরে যে টইটবানি |
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটবানী |
কাদের পাডার ঝামর ঝমর
কাদের আদর গডগডানি
কাদের দেশের কোন সে চাদের
জোছনা ফিনিক ফল ছডানি |
তোমায় আদর করতে আমার
মন যে হলো উডউডানি
উডে গেলাম সরে পেলাম
ছডার গডার গডগডানি |